হাজীগঞ্জে ৪ হাজার ৬০০ কেজি পলিথিন জব্দ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

হাজীগঞ্জে ৪ হাজার ৬০০ কেজি পলিথিন জব্দ

হাজীগঞ্জে ৪ হাজার ৬০০ কেজি পলিথিন জব্দ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারের দুইটি গোডাউন থেকে ৪ হাজার ৬শ ১১ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদফতর।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে বাকিলা বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

জেলা পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, বাকিলা বাজারের মমিন ও মোস্তফার গোডাউন থেকে পলিথিনগুলো জব্দ করা হয়েছে। পরে তিনটি ট্রাক ভর্তি করে পরিবেশ অধিদফতরের হেফাজতে রাখা হবে। নিলামের মাধ্যমে পরিত্যক্ত পলিথিনগুলো ব্যবহার অযোগ্য করে রিসাইক্লিং করখানায় হস্তান্তর করা হবে।

এসময় দুই গোডাউনকে দুই হাজার টাকা জরিমানা আদায় করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার জেলার কচুয়া উত্তর বাজার ও পলাশপুর এলাকায় অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তিনটি প্রতিষ্ঠানে থেকে ৫শ ৮১ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হান্নান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়াসহ পুলিশের ফোর্স।

এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানয়েছে পরিবেশ অধিদফতর।