মাদরাসা থেকে বাড়ি ফেরা হলো না ২ ভাইয়ের
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় পুকুরের পাড় দিয়ে মাদরাসা যাওয়ার পথে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার ৫নং পাঁচথুবি ইউনিয়নের শালধর (সামারচর) এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই এলাকার মফিজ মিয়ার ছেলে মো. সামিউল (৪) ও মজিদ মিয়ার ছেলে মো. ওমর (৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে দুই ভাই একসাথে পুকুরের পাড় দিয়ে মাদরাসা যাওয়ার সময় মো. সামিউল পুকুরে পড়ে যায়। তখন সামিউলকে বাঁচাতে গিয়ে তার চাচাতো ভাই ওমরও পানিতে পড়ে যায়। পরবর্তীতে সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় লোকজন পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় সামিউল ও ওমর এর মৃতদেহ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদেরকে পানি থেকে উদ্ধার করে। ততক্ষণে দুইজনই মৃত্যুর কোলে ঢলে পড়ে।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। স্থানীয়দের মাধ্যমে আমরা জানতে পেরেছি।