আলুর বাজারে ভোক্তা অধিদফতরের হানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

হঠাৎ দেশের বাজারে নিত্যপণ্য আলুর মূল্য বৃদ্ধি পাওয়ায় আড়তে বিশেষ অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। এ অভিযানে আড়তদার ব্যবসায়িদের পাঁকা রশিদ বা ক্রয় বিক্রয় রশিদ না থাকায় তিন দোকানিকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (০৯নভেম্বর) সকাল সাড়ে ৮টায় রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।

অভিযানকালে, পাইকারি আলুর আড়তদার ব্যবসায়িদের ক্রয় ও বিক্রয় রশিদ দেখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বিজ্ঞাপন

এসময় আড়ত ব্যবসায়িদের ক্রয় ও বিক্রয় রশিদ না থাকা ও ব্যবসায়িদের কথা মতন অলুর ক্রয়মূল্যের সাথে বিক্রয় মূল্যের অসামঞ্জস্য থাকায় তিনজন আলুর আড়তদার ব্যবসায়িকে ১৫ হাজার করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একই সঙ্গে দোকানিদেরকে এখন থেকে আইন মানার শর্তে ক্ষমা ও যৌক্তিক মূল্যে স্বল্প লাভে জনসাধারণের কাছে বিক্রির নির্দেশনা দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।