সরকারের মধ্য থেকে রাজনৈতিক দল করার চেষ্টা করলে ভুল হবে: খোকন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

সরকারের মধ্যে কেউ কেউ রাজনৈতিক দল করার চেষ্টা করতে পারে, এটা মনে হয় ভুল হবে- বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট ভবনে আয়োজিত বাংলাদেশ ইউথ পার্লামেন্ট-২০২৪ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, জনগণ এই সরকারকে সমর্থন দিচ্ছে, আমরাও দিচ্ছি। কিন্তু কেউ কেউ আবার রাজনৈতিক দল করার চেষ্টা করবে সরকারের মধ্যে, এটা মনে হয় ভুল হবে। রাজনৈতিক দল করার চিন্তাভাবনা যদি করেন তাহলে তো আর নিরপেক্ষ থাকলেন না। অন্তর্বর্তী সরকার আর থাকবেন না দলীয় সরকার হয়ে যাবেন। আবার শেখ হাসিনার অবস্থা হয়ে যাবে। এটা আমরা আশা করি না।

মাহবুব উদ্দিন খোকন বলেন, আমরা চাই সংস্কার করুন, দ্রুত সংস্কার করুন। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন। সুষ্ঠু, সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিন। তাহলে বাংলাদেশ যতদিন থাকবে ইতিহাস ড. ইউনূস ও তার উপদেষ্টা পরিষদকে জাতি মনে রাখবে।

বিজ্ঞাপন

শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের মাধ্যম হচ্ছে গণতন্ত্র। গত ১৬ বছর আমরা আদিকালে চলে গিয়েছিলাম। এখন মানুষ আবার স্বপ্ন দেখছে বলেও যোগ করেন তিনি।

এই সরকার থেকে মানুষ অনেক কিছু আশা করে উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা বলেন, কিছু কিছু লোক ষড়যন্ত্র করে থেকে যাওয়া যায় কি না এরকম চিন্তা ভাবনা আছে, এটা কিন্তু ঠিক না। এই সরকার সংবিধান অনুযায়ী শপথ নিয়েছে। তার আগে সুপ্রিম কোর্ট থেকে মতামত নিয়ে এপ্রুভ করেছে।

তিনি বলেন, সবাই রাজনীতি করতে চায়, আপনি ব্যবসায়ী, ব্যবসা করেন। আপনি দুর্নীতি করবেন, রাজনীতি করবেন, আপনাকে রাজনীতি করতে বলে কে? আশা করি এই সরকার অতি দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করবে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে, সেই রাজনৈতিক দিশায় নিয়ে এসেছেন তরুণরা অভ্যুত্থানের মধ্য দিয়ে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সামনে চ্যালেঞ্জ হচ্ছে তরুণদের আশার যে সীমা সেটা আমরা ধারণ করতে পারবো কিনা?