শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝালকাঠি
  • |
  • Font increase
  • Font Decrease

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি

ঝালকাঠির কাঁঠালিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল আলম নামের বিএনপির এক নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি।

শনিবার (৯ নভেম্বর) রাতে উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন ও সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞাপন

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১২ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আপনার সভাপতির দায়িত্ব স্থাগিত করা হয়েছিল। পরবর্তীতে ২৪ আগস্ট আপনার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। কিন্তু বর্তমানে আপনি পুনরায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। যার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। এ কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়ন কমিটির সভাপতির পদসহ সব পদ থেকে আপনাকে অব্যাহতি দেওয়া হলো।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন বলেন, শামসুল আলমকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বিএনপির অনেক নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছেন। তাই তাকে দল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে শামসুল আলম বলেন, বহিষ্কার করার আগে সাংগঠনিকভাবে শোকজ নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা সেটা না করেই আমাকে অব্যাহতি দিয়েছে। আর বিএনপি নেতাদের নামে যে মামলা দেওয়া হয়েছে সেই মামলার বাদী অন্য একজন। আমি দীর্ঘদিন ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। আমার কাছে পদ-পদবি কিছুই না। আমি আগেও বিএনপি করেছি, এখনও বিএনপিই করবো।