ঝুপ করে এসে টুপ করে বিচারের সম্মুখীন হন: জাহিদ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

টুপ করে বিচারের সম্মুখীন হন/ছবি: বার্তা২৪.কম

টুপ করে বিচারের সম্মুখীন হন/ছবি: বার্তা২৪.কম

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, গিয়েছেন তো পালিয়ে কর্মী বাহিনী নিয়ে অনলাইনে অপতৎপরতা না চালিয়ে "ঝুপ করে এসে টুপ করে বিচারের সম্মুখীন হন" তাহলেই বোঝা যাবে দেশের প্রতি কত টান। দলের প্রতি আপনার কত ভলবাসা। আর সেই নেতাকর্মীদের বলতে চাই ওনারা কিন্তু পালিয়ে গেছেন আমরা আছি। বাড়াবাড়ি না করে এখনো সময় আছে জনগণের কাছে ক্ষমা চান।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে বারোটায় রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর মহানগর ও জেলা কমিটির আয়োজনে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস শীর্ষক আলোচনা সভায় আওয়ামী লীগকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতা রক্ষা কবজ শুধু আর্মি নয়, দেশের জনগণও এটি রক্ষার্থে ভূমিকা রাখবে। ১৮ কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বাংলাদেশর স্বাধীনতা কেউ বিব্রত করতে পারবে না। বাংলাদেশকে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ঐক্যের বিকল্প নেই রংপুরে। ধানের শীষের পতাকা তলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের তিনি বলেন, আমরা দেখছি উপদেষ্টা হিসেবে ফ্যাসিস্ট সরকারের দূত হিসেবে যারা ছিলেন তারা উপদেষ্টায় আছেন। যার ভাই দোসরদের আমলের এমপি ছিল তাকেও করা হয়েছে উপদেষ্টা তাহলে ভাববার বিষয়। আবু সাঈদ মুগ্ধের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা করে যদি নিয়োগ দেয়া হয় তাহলে সময় বলে দিবে দেশের মানুষ কোন দিকে যাবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, উপদেষ্টা পরিষদে বিতর্কিত লোক নিয়োগ দিলে শুধু ছাত্ররাই নয় জনগণও এর সমুচিত জবাব দেবে। স্বৈরাচার সরকারের সময়ে দোসরের ভূমিকায় থাকা লোকজন পরিসরে জায়গা পেলে এর ফল ভালো হবেনা। বাংলার মানুষ মুখিয়ে আছে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। যদি বেশিদিন জনগণের সে অধিকার থেকে বিরত রাখেন তাহলে বাংলাদেশের গণতন্ত্রী মানুষ আপনাদের পাশে থাকবে না।