পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
লালমনিরহাটের হাতীবান্ধায় নিখোঁজের ৫ ঘণ্টা পর একটি পুকুর থেকে আজাব উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মৃত আজাব উদ্দিন ওই উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের হাতীবান্ধা-গেন্দুকুড়ি সড়কের ভবানীপুর ছেফাতিয়া মাদ্রাসার পাশের একটি পুকুর থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি বৃদ্ধ আজাব উদ্দিন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে একটি পুকুরের ধারে তার পোশাক পড়ে থাকতে দেখে হাতীবান্ধা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের সহযোগীতায় স্থানীয়রা পুকুর থেকে আজাব উদ্দিনের লাশ উদ্ধার করে৷
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, ভবানীপুর এলাকায় একটি লাশ উদ্ধারের খবর শুনেছি৷ ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি৷ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।