৩ দিন পর নিজ বাসা থেকে ইউপি চেয়ারম্যানের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার তিন দিন পর সাইদুর রহমান রয়েল (৪৫) নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সাইদুর রহমান রয়েল উপজেলার পুটিজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি ওই ইউনিয়নের দাওসা গ্রামের সাবেক ইউপি চোয়ারম্যান মৃত আব্দুস সোবাহানের ছেলে।
শনিবার (১৬ নভেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল খালেকের বাসার তিন তালায় এক বছর যাবত ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন চেয়ারম্যান সাইদুর রহমান। গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে পাস করার পর প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেন। গত বুধবার দ্বিতীয় স্ত্রী নাসিমার সাথে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে নাছিমাকে বেঁধে রাখে চেয়ারম্যান রয়েল। পরে নাছিমার পরিবারের লোকজন খবর পেয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এর পর গত বৃহস্পতিবার থেকে চেয়ারম্যানের রুমের দরজা ও তার ফোন বন্ধ পান চায়না বেগম।
পরে আজ সকাল ১১টায় চেয়ারম্যানের বোন তাকে খুঁজতে বাসায় আসে। আসার পর ডাকাডাকি করেও কোন সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে চেয়ারম্যানের ঝুলন্ত মরদেহ দেখতে পারেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা ৩টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে দুই দিন আগে আত্মহত্যা করে থাকতে পারে। কারণ, মরদেহ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।