লটারি নয় মেধার ভিত্তিতে ভর্তির দাবিতে বিক্ষোভ রেসিডেন্সিয়াল শিক্ষার্থীদের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

লটারি নয় মেধা যাচাইয়ের ভিত্তিতে ভর্তির দাবিতে রাজধানীর আসাদগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের এই বিক্ষোভে বন্ধ হয়ে গেছে মিরপুর সড়কের যান চলাচল।

বিজ্ঞাপন

রোববার (১৭ নভেম্বর) সকাল দশটা থেকে গণভবনের বিপরীত পাশের সড়কে এই বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, করোনাকালীন সময়ে শুরু হওয়া লটারি পদ্ধতির ভর্তি প্রক্রিয়া বাতিল করে মেধা যাচাইয়ের ভিত্তিতে ভর্তি পরীক্ষা চালু করতে হবে। এই দাবিতে কর্তৃপক্ষকে আল্টিমেটাম দেয়ার পরও কোন ধরনের ব্যবস্থা গ্রহণ না করায় পূর্বঘোষিত আল্টিমেটাম অনুযায়ী আন্দোলনে নামেন তারা।

বিজ্ঞাপন

এই দাবির বিষয়ে সুষ্ঠু সমাধানের আসায় তাদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে অবস্থান করছেন বলেও জানান তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ১৯৬০ সালে প্রতিষ্ঠার পর থেকে কলেজে পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে শিক্ষার্থী ভর্তির রেওয়াজ ছিল। করোনার সময় পরীক্ষার বদলে লটারি প্রথা চালু হয়। এরপর থেকে সেই পদ্ধতিতে চলছে নতুন ছাত্র ভর্তি। ফলে মেধা থাকা স্বত্বেও অনেক শিক্ষার্থী প্রতিষ্ঠানটিতে পড়ার সুযোগ হারাচ্ছেন। এই পদ্ধতি বাতিল করে পুনরায় মেধা যাচাই প্রক্রিয়ায় ফিরে যেতে হবে। পরীক্ষার মাধ্যমে কিংবা মেধা যাচাইয়ের ভিত্তিতে কলেজে ভর্তি নিতে হবে।

এদিকে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান। 

তিনি বলেন, তারা এখনো সড়কে অবস্থান করছে। তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সেখানে অতিরিক্ত ফোর্স পাঠানো হয়েছে। তাদের দাবি পূরণ করাতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা হচ্ছে।    

জানা গেছে, পুলিশের সংশ্লিষ্টরা প্রায় দেড় ঘণ্টা ধরে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। তবে এখনো সড়ক ছাড়েনি আন্দোলনকারীরা। তারা অধ্যক্ষের পদত্যাগ এবং শিক্ষা প্রতিষ্ঠানটিতে ভর্তি পরীক্ষা বাতিলসহ নানা দাবিতে অবস্থান নিয়েছে।