ময়মনসিংহে মাদক মামলা ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহে ১৬৫ গ্রাম হেরোইন উদ্ধারের ঘটনার মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক আলী মনসুর এই রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার ভালুকা উপজেলার কুল্লাব গ্রামের মৃত আশিক আলীর ছেলে নিজাম উদ্দিন, একই গ্রামের আতাব উদ্দিনের ছেলে হিরন মিয়া এবং গফরগাঁও উপজেলার পূর্বধামাইল গ্রামের মৃত কাজীম উদ্দিনের ছেলে নবী হোসেন।

আদালত পরিদর্শক (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৬৫ গ্রাম হেনোইন মামলায় তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

বিজ্ঞাপন

২০১৮ সালের ৩০ নভেম্বর ভালুকা মডেল থানার পারুলদিয়া বাজার এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে দণ্ডপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১৬৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আসামিরা জব্দকৃত হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছে বলে স্বীকার করে। ওই মামলায় স্বাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়।

আদালতের বেঞ্চ সহকারি মো. রেজাউল করিম রাজীব বলেন, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি নিজাম উদ্দিন এবং হিরন মিয়া উপস্থিত থাকলেও এখনো পলাতক রয়েছে আসামী নবী হোসেন।