মিরপুরে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেটসহ গ্রেফতার ১

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

রাজধানীর মিরপুর জনতা হাউজিং এলাকা থেকে বিপুল পরিমাণ আমদানিকৃত নিষিদ্ধ ভারতীয় সিগারেটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা-পুলিশ।

গ্রেফতারকৃতের নাম মো. বিল্লাল হোসাইন (৩৯)।

বিজ্ঞাপন

এ সময় তার কাছে থাকা ২৩ কার্টুন আমদানিকৃত নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক অর্থমূল্য ৪০ হাজার টাকা।

রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘মিরপুর থনা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একজন ব্যক্তি মিরপুর থানার জনতা হাউজিং গেইটের সামনে আমদানিকৃত নিষিদ্ধ ভারতীয় সিগারেট বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে রাত প্রায় ১২টার দিকে বিল্লাল হোসাইনকে নিষিদ্ধ ভারতীয় সিগারেটসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতার বিল্লাল ও পলাতক আসামি মো. মনিরের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।

গ্রেফতারকৃত বিল্লালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘বিল্লাল চোরাকারবারি দলের সক্রিয় সদস্য। তিনি মামলার অন্য পলাতক আসামি মো. মনিরের সঙ্গে যোগসাজসে আমদানিকৃত নিষিদ্ধ ভারতীয় সিগারেট দেশে এনে মিরপুর মডেল থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে।’

মিরপুর মডেল থানার মামলায় বিল্লালকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত পলাতক আসামি মো. মনিরকে গ্রেফতারে অভিযান অব্যাহত চলছে বলেও জানান এই কর্মকর্তা।