কেমন থাকবে আজকের আবহাওয়া?

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীত অনুভূত হতে শুরু করেছে। চলতি মাসের শেষের দিকে শীতের আমেজ আরও বাড়বে। তবে ডিসেম্বরের মাঝামাঝি থেকে শীত আরও ঝেঁকে বসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (১৮ নভেম্বর) পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়ার আবহাওয়ার এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন