আবারও সড়ক অবরোধ করল তিতুমীরের শিক্ষার্থীরা
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় কলেজের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।
এর আগে, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে গতকাল সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টা থেকে ৪টা পর্যন্ত মহাখালী এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এতে ব্যস্ততম সড়কটির সব দিক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন মানুষ। তাছাড়া শিক্ষার্থীরা চলন্ত ট্রেনে ইট-পাথর নিক্ষেপ করেন। এতে শিশুসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন।