প্রাইভেটকারে গৃহবধূকে অপহরণ, চক্রের মূলহোতা গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পাবনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাবনার বাস টার্মিনাল এলাকার যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে থেকে প্রাইভেটকারে করে এক গৃহবধূকে অপহরণের ঘটনায় অপহরণ চক্রের মুলহোতা মাহিমকে (১৯) আটক করেছে পুলিশ।

সোমবার (১৮ নভেম্বর) রাতে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় অপহৃত গৃহবধূকেও উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে পাবনা সদর থানার ওসি আ. সালাম বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

আটককৃত অপহরণকারী মাহিম পাবনা বাস টার্মিনাল এলাকার মহেন্দ্রপুর গ্রামের ফরিদ হোসেনের ছেলে।

ওসি জানান, একটি কালো হাইক্স ও সাদা প্রাইভেটকারে মহেন্দ্রপুর গ্রামের রাজীবের স্ত্রী উর্মি খাতুনকে অপহরণ করে মাহিম সহ ৫/৭ জনের একটি দল। এঘটনায় রাজীব বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিলে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে মাহিমকে আটক করা হয়।

বিজ্ঞাপন

অন্য অপহরণকারীদের ধরা সম্ভব হয়নি। তবে এসময় অপহৃত গৃহবধূকে উদ্ধার করে তার পরিবারের নিকট বুঝিয়ে দেয়া হয়েছে।

এর আগে মাহিমের ভাই অনিক (২৬), মা আনিছা খাতুন (৪৫) ও বাবা ফরিদকে (৫০) আটক করা হয়। মঙ্গলবার আটকদের নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার (১৮ নভেম্বর) সকালে রাজীবের স্ত্রী উর্মি খাতুন প্রশিক্ষণ নিতে পাবনার বাস টার্মিনাল এলাকার যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে আসে। এসময় মাহিম সহ তার ৫/৭ জনের একটি দল গেইটে একটি সাদা প্রাইভেটকার ও কালো হাইক্স নিয়ে অবস্থান করছিলো। এরপর উর্মি খাতুন আসলে তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চলে যায় অপহরণকারীরা।