সীমান্ত থেকে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলসহ চোরাই পণ্য জব্দ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল জব্দ

রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল জব্দ

সিলেট ও সুনামগঞ্জের পৃথকস্থানে অভিযান চালিয়ে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল ও পাথর উত্তোলনকারী নৌকাসহ ৭০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বুধবার (২০ নভেম্বর) সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাই পণ্য জব্দ করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

বিজিবি জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশি রসুন, সুপারি, ভারতীয় মোটরসাইকেল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করে। যার আনুমানিক মূল্য ৭০ লাখ ৩ হাজার ৯০০ টাকা।

বিজ্ঞাপন

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দ মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।