আমরা মাঠে খেলি বেশি, কথা বলতে পারি কম: সাফজয়ী মাছুরা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

আমরা মাঠে খেলি বেশি/ছবি: সংগৃহীত

আমরা মাঠে খেলি বেশি/ছবি: সংগৃহীত

সাফজয়ী ডিফেন্ডার মাছুরা পারভিন বলেছেন, আমরা মাঠে বেশি বেশি খেলা করি, তবে মাইক্রোফোনে কম কথা বলতে পারি।

বৃহস্পতিবার ( ২১ নভেম্বর) জেলা শিল্পকলা একাডেমিতে সাফজয়ী তিন ফুটবলারের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, কথা বলার থেকে আমরা মাঠে বেশি বেশি খেলা করতে ভালোবাসি। খেলায় আমার জীবনে সব। খেলাকে ভালোবেসে আজকে এখানে। কথা খুবই কম বলা হয়। বেশিভাগই সবসময় খেলার সাথে থাকা হয়। আজকের এই সংবর্ধনা আমাকে আরো অনুপ্রেরণা দিয়েছে। আমি চাই আমাদের দেখে নতুন প্রজন্ম আরও অনুপ্রেণিত হন। তাহলে সামনের বার তারা ও এই অনুষ্ঠানে সংবর্ধনা পাবে। আর আমাদের সাতক্ষীরার ছেলে মেয়েরা সব জায়গায় বড় বড় ভূমিকা রাখছে। আজকে আমরা পেয়েছি কাল তারা পাবে এটাই আমরা চাই।

এসময় সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন সাফজয়ী জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন, ডিফেন্ডার আফঈদা খন্দকার প্রান্তি, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম, প্রান্তির বাবা প্রিন্স খন্দকার, জেলা বিএনপি ইফতেখার আলী প্রমূখ।

বিজ্ঞাপন