মগবাজারে রেল ক্রসিংয়ে গাড়ির ওপর উঠে গেল ট্রেন

  • স্টাফ করেসপন্ডেট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মগবাজারে রেল ক্রসিংয়ে গাড়ির ওপর উঠে গেল ট্রেন

মগবাজারে রেল ক্রসিংয়ে গাড়ির ওপর উঠে গেল ট্রেন

রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় সিগন্যালের কারণে ক্রসিংয়ে আটকে পড়া কয়েকটি গাড়ির ওপর উঠে গেছে একটি ট্রেন।

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় কমলাপুরগামী একটি ট্রেন রেললাইনে আটকে পড়া ৩-৪টা গাড়িকে দুমড়ে-মুচড়ে চলে গেছে। এর মধ্যে একটি হাইয়েস, একটি প্রাইভেট কার, একটি অটো এবং একটি মোটরবাইক রয়েছে। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হননি।

বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, দুর্ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছেন। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কয়েকটি গাড়ি নষ্ট হয়েছে। রেললাইনে গাড়ি দেখে ট্রেন আস্তে আস্তে আসায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন