সিইসির সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সাক্ষাৎ শেষে গোয়েন লুইস সাংবাদিকদের বলেন, নব নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আজ আমরা প্রাথমিক সাক্ষাৎ করেছি। আমরা বর্তমান নির্বাচন কমিশনকে সমর্থন জানাতে এসেছি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতিসংঘ কি ধরনের টেকনিক্যাল সহায়তা দিতে পারে এ বিষয়ে সিইসির সঙ্গে আমাদের কথা হয়েছে।

তিনি আরও বলেন, আনন্দের বিষয় এই নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে। এবং স্বাধীনভাববে কাজ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন পাবে। আমরা এই কমিশনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করব।

বিজ্ঞাপন

সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে কোন আলাপ হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, নির্বাচনের সময় সীমা নিয়ে আজকের সাক্ষাতে কোন আলাপ হয়নি। এই সিদ্ধান্তটি অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিকভাবে গ্রহণ করবে। আমরা শুধু টেকনিক্যাল বিষয়েই কথা বলেছি।

ইসি সচিব শফিউল আজিম বলেন, কোন কোন ক্ষেত্রে কো-অপারেশন করা যায়। তারা সাধারণত ইলেকশনের ক্ষেত্রে টেকনিক্যাল সাপোর্ট বা কোনো ধরনের ট্রেনিং বা আমাদের কি রিকোয়ারমেন্ট এসবকিছু নিয়েই কাজ করতে চান। 

ইসি সচিব বলেন, যেহেতু নির্বাচন কমিশন হয়েছে। কোন কোন ক্ষেত্রে কমিশনকে সহযোগিতা করতে পারেন সে বিষয়ে আলোচনা হয়েছে।

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা তো কাজ করতেছি, এটাই তো।