গ্রামীণ ব্যাংক ও ইউনূস সেন্টার পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত সামরিক উপদেষ্টারা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশে নিযুক্ত সামরিক উপদেষ্টারা/ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত সামরিক উপদেষ্টারা/ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের সামরিক উপদেষ্টাগণ ঢাকায় অবস্থিত বাংলাদেশের একমাত্র নোবেল-জয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, ইউনূস সেন্টার ও গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং পরিদর্শন করেন।

সফরকালে সামরিক উপদেষ্টাগণ গ্রামীণ ব্যাংক এর হেড অফিস এ অবস্থিত নোবেল গ্যালারি পরিদর্শন করেন যেখানে গ্রামীণ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডঃ মুহাম্মদ ইউনুসের বর্নাঢ্য কর্মজীবন ও বাংলাদেশের নোবেল বিজয়ের গল্পগাঁথা তুলে ধরেন।

বিজ্ঞাপন

পরবর্তীতে ইউনুস সেন্টার সফর শেষে সামরিক উপদেষ্টাগণ ঢাকার উত্তরায় অবস্থিত গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তাঁরা উক্ত নার্সিং কলেজের বিভিন্ন কার্যক্রম ও শিক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। পরিশেষে উক্ত কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ কর্তৃক আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বুধবার অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন পর্ব শেষে মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশে কর্মরত প্রতিরক্ষা উপদেষ্ঠাগণের সাথে সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় করেন। তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের একমাত্র নোবেল-জয়ী প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শনের মাধ্যমে সামরিক উপদেষ্টাগণ এক ব্যতিক্রম অভিজ্ঞতা অর্জন করেন। প্রতিরক্ষা উপদেষ্টাগণ গ্রামীণ ব্যাংক ও এর অঙ্গ সংগঠনের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন ও প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।