আইনজীবী আলিফ হত্যায় জড়িত আরও এক যুবক গ্রেফতার
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার ভিডিও ফুটেজ দেখে ঘটনায় জড়িত এমন আরও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আনোয়ারা উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার যুবকের নাম রিপন দাস (২৭)। তিনি নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকার মৃদুল দাসের ছেলে। তিনি পেশায় ফার্মেসির কর্মচারী।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার রিপনকে আইনজীবী আলিফ হত্যার ঘটনায় ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে নীল রঙের গেঞ্জি হাতে বটি নিয়ে দেখা গেছে। তবে তিনি হত্যা মামলার এজাহারনামীয় আসামি নন।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ জানান, এ পর্যন্ত আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার রিপন ওই হত্যাকাণ্ডের তদন্তে প্রাপ্ত আসামি।
এর আগে, বৃহস্পতিবার ভোরে আইনজীবী আলিফ হত্যার প্রধান আসামি চন্দনকে ভৈরব রেলস্টেশন থেকে গ্রেফতার করে পুলিশ। তাকে চট্টগ্রাম আনা হয়েছে এবং আগামীকাল শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।