গ্রাহকদের সম্মাননা দিয়ে দুর্নীতি বন্ধের ডাক দিলেন চা দোকানি

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

মুক্তিযোদ্ধাদের অর্ধেক দামে চা, মাদক বিরোধী প্রচারণা ও চা বিক্রির টাকায় পাঠাগার গড়ে প্রশংসা কুড়িয়েছেন ময়মনসিংহের গৌরীপুরের চা বিক্রেতা মোঃ হারুন মিয়া।

এবার দোকানের নিয়মিত চা গ্রাহক ও পাঠগারের বইপ্রেমী পাঠকদের নিয়ে দুর্নীতি বন্ধের দাবি জানিয়ে রাজপথে নেমেছেন চা বিক্রেতা হারুন মিয়া।

বিজ্ঞাপন

‘বন্ধ না হলে দুর্নীতি, হবে না দেশের উন্নতি’ এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে গৌরীপুর পৌর শহরের চা বিক্রেতা হারুন মিয়ার নেতৃত্বে দুর্নীতি বিরোধী শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রায় চা গ্রাহক, বইপ্রেমী ছাড়াও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ সাহিত্যিক, সাংবাদিক ও লেখকরা, কথাসাহিত্যিকরাও অংশ নিয়ে হারুনের উদ্যোগকে স্বাগত জানিয়ে দেশের দুর্নীতি বন্ধের আহ্বান জানান।

বিজ্ঞাপন

শোভাযাত্রা শেষে পৌর শহরের স্বজন মিডিয়া সেন্টারে হারুন টি হাউসের উদ্যোগে দোকানের সেরা অর্ধশতাধিক চা গ্রাহক ও বইপ্রেমীকে ক্রেস্ট ও বই উপহার দিয়ে দিয়ে সম্মাননা দেয়া হয়।

পাঠক সংগঠন স্বজন সমাবেশের বিভাগীয় সম্পাদক হিমেল চৌধুরী প্রধান অতিথি থেকে সেরা চা গ্রাহক ও বইপ্রেমীদের হাতে সম্মননা ক্রেস্ট ও উপহারের বই তুলে দেন।

প্রধান অতিথি বলেন, একজন চা বিক্রেতা হয়ে হারুনের যেখানে দুই টাকা লাভের চিন্তা করার কথা। সেখানে তিনি প্রতিদিন ছয়টি পত্রিকা রাখছেন দোকানের চাপাঠকদের বিনামূল্যে পড়ার জন্য। পাশাপাশি চা বিক্রির টাকায় গড়ে তোলেছেন পাঠাগার। চা খেতে আসা গ্রাহকরা তার দোকানে এসে বই পড়াও সুযোগ পাচ্ছেন, নিবন্ধন করে বই পড়ার জন্য বাড়িতেও নিয়ে যেতে পারছেন। হারুন হতে যাচ্ছে আমাদের আরেক পলান সরকার।

চা বিক্রেতা হারুন মিয়া বলেন, আমি প্রতিবছর দোকানের সেরা চা গ্রাহক ও বইপ্রেমীদের সম্মাননা দিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে অর্ধশতাধিক গ্রাহক ও বইপ্রেমীকে ক্রেস্ট ও বই দিয়ে সম্মাননা দিয়েছি। পাশাপাশি দুর্নীতি বিরোধী শোভাযাত্রা করেছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর ইসলামাবাদ ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ এমমদাদুল হক। অতিথিদের মধ্যে বক্তব দেন কথা সাহিত্যিক ইমন চৌধুরী, রম্যলেখক সত্যজিৎ বিশ্বাস, সিকেপি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মালেক, সহকারি শিক্ষক আমিরুল মোমেনীন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগান্তর প্রতিনিধি রইছ উদ্দিন, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজীব উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, চা দোকানি হারুন মিয়ার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের সতীষা মহল্লায়। অভাবের তাড়নায় স্কুল থেকে ঝড়ে পড়ে ২০১২ সালে পৌর শহরের কালীখলা এলাকায় চায়ের দোকান খোলেন তিনি। ২০২৩ সালে চা বিক্রির টাকায় নিজের চা দোকানেই হারুন পাঠাগার গড়ে তোলেন। পাশাপাশি রাতে পড়াশোনা করে উন্মুক্ত বিশ্বিবদ্যালয় থেকে এসএসসি ও এইচএসচি পাস করেছেন এই চা দোকানি।