হিন্দু-মুসলিম ঐক্যের দেশ বাংলাদেশ: মানজুর আল মতিন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সুনামগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় নাগরিক কমিটি প্রতিনিধি দলের সদস্য মানজুর আল মতিন

জাতীয় নাগরিক কমিটি প্রতিনিধি দলের সদস্য মানজুর আল মতিন

জাতীয় নাগরিক কমিটি প্রতিনিধি দলের সদস্য মানজুর আল মতিন বলেছেন, হিন্দু-মুসলিম ঐক্যের দেশ বাংলাদেশ। তিনি বলেন, দোয়ারাবাজারে পবিত্র কোরআন অবমাননাকে কেন্দ্র করে যখন হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘরে হামলার চেষ্টা হয়। তখন মসজিদের ইমাম ও মাওলানারা তাদের রক্ষা করেছেন। বিষয়টি সারাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার মংলার গাঁও পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

মানজুর আল মতিন বলেন, পবিত্র কোরআনঅবমাননাকারী আকাশ দাসের শাস্তি হোক আমরা চাই, তবে এই ঘটনাকে কেন্দ্র করে যে বাড়ি ঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা সরকারকে অব্যশই ক্ষতিপূরণ দিতে হবে।

তিনি আরও বলেন, দোয়ারাবাজারে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা নিয়ে ভারতীয় গণমাধ্যম অনেক মিথ্যাচার ও গুজব ছড়াচ্ছে। সত্য ঘটনা পুলিশ প্রশাসনকে খুঁজে বের করে হামলার ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জে জাতীয় নাগরিক কমিটি প্রতিনিধি দলের সদস্য প্রীতম দাশ ও তাজনূভা জাবীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।