কেনাফ চাষে খুলবে কৃষকদের অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত/ছবি: সংগৃহীত

অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত/ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মতো পাটের বিকল্প উচ্চ ফলনশীল ফসল কেনাফ এবং কেনাফ শাকের বীজ উৎপাদন, জনপ্রিয়করণ এবং সম্প্রসারণ উপলক্ষে একটি বিশেষ মাঠ দিবস আয়োজন করা হয়।

শনিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাখিমারা পাট গবেষণা উপকেন্দ্রে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) এর অঙ্গ পার্টনার প্রকল্পের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজেআরআই’র খামার ব্যবস্থাপনা ইউনিটের প্রোগ্রাম সমন্বয়ক (পিসও) কৃষিবিদ ড. মো. লুৎফর রহমান। তিনি কেনাফ চাষের সম্ভাবনা এবং কৃষি ব্যবস্থাপনায় এর গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজেআরআই’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (সিএসও) কৃষিবিদ ড. গোলাম মোস্তফা। তিনি বলেন, "কেনাফ একটি পরিবেশবান্ধব ও লাভজনক ফসল, যা লবণাক্ত ও অনুর্বর জমিতেও ভালো ফলন দিতে সক্ষম।"

বিজ্ঞাপন

এছাড়া বক্তব্য রাখেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) কৃষিবিদ মো. কামরুজ্জামান এবং কৃষিবিদ ড. এ কে এম শাহাদাৎ হোসেন। তারা জানান, কেনাফ চাষ রাসায়নিক কীটনাশক ছাড়াই সম্ভব, যা কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং ফসলের মান উন্নত করতে সাহায্য করবে।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, "কেনাফ চাষ কৃষকদের অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত খুলে দেবে। এটি শুধু কৃষকদের লাভবান করবে না, বরং দেশের পাটশিল্পেও নতুন গতিশীলতা আনবে।"

এই মাঠ দিবসের মাধ্যমে কৃষকদের জানানো হয়, অনুর্বর জমিগুলোকে কার্যকরভাবে ব্যবহারের জন্য কেনাফ চাষ একটি অত্যন্ত কার্যকর উদ্যোগ। বক্তারা কৃষকদের এই ফসল চাষে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।