অন্যায়ের বিরুদ্ধে বিচার বিভাগ রক্ষাকবচের ভূমিকা পালন করবে: প্রধান বিচারপ্রতি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

দেশের সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে বিচার বিভাগ রক্ষাকবচের ভূমিকা পালন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান বিচারপ্রতি সৈয়দ রেফাত আহম্মেদ।

রোববার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলানগরে বিআইসিসির হল রুমে সিটিজেন প্ল্যাটফর্ম ফর এসডিজি আয়োজিত 'সুশাসনের জন্য জন্য জনসম্পৃক্ত সংস্কার: অসুবিধাগ্রস্ত জনগোষ্ঠীর আকাঙ্খা' নিয়ে দু'দিনের নাগরিক সম্মেলনের প্রথমদিনের সম্মেলনে যোগ দিয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন।

বিজ্ঞাপন

সিটিজেন প্ল্যাটফর্ম ফর এসডিজি নাগরিক সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, তৃতীয় লিঙ্গ সম্প্রদায়, স্থানীয় পর্যায়ের নাগরিক প্রতিনিধি, কৃষক ও বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।  

প্রধান অতিথির বক্তব্য প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, অন্যায়ের বিরুদ্ধে এই রক্ষাকবচকে কার্যকর, দক্ষ ও বিকল্প বিচার ব্যবস্থায় আইন সহায়তাকে স্থানীয় পর্যায়ে কিভাবে গণমানুষের সঙ্গে শক্তিশালী করা যায় সেই বিষয়ে কাজ করবে।  

বিজ্ঞাপন

নাগরিক অধিকার প্রতিষ্ঠা নিয়ে তিনি বলেন, নাগরিক অধিকার যদি রক্ষিত না হয় তাহলে পিছিয়ে পড়া, অসুবিধাগ্রস্ত মানুষগুলোর যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো সেই স্বাধীনতার প্রত্যাশাও বৈপরীত্য হয়ে যাবে।  

বিগত সময়ে বিচারের মূল্যবোধকে বিনষ্ট ও বিকৃত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে গণঅভ্যুত্থান হয়েছে সেটা আমরা সকলে জানি। এই মূহুর্তে আমরা একটি ধ্বংসস্তূপের মধ্য দাঁড়িয়ে আছি। বিগত বছরগুলোয় আমাদের বিচার প্রক্রিয়া বিচারবোধ ও ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট ও বিকৃত করা হয়েছে।

গুণমুখী ন্যায় বিচারের আশ্বাস দিয়ে তিনি বলেন, আমাদের নতুন বাংলাদেশে ন্যায়বিচার, মূল্যবোধ, বিবেক আবার প্রতিষ্ঠা করতে হবে। এই চ্যালেঞ্জ অনেক বড়। এখন থেকে জনমুখী ন্যায়বিচার ব্যবস্থা নিশ্চিত করা হবে। দেশের এই ক্রান্তিলগ্নে বিচারবিভাগ মুক্ত নয়। তবে এই পর্যায়ে শক্তিশালী কন্ঠে আপনাদের আশ্বস্ত করছি এই বিচার বিভাগের ভগ্ন দশা মুক্ত করার জন্য কিছু সংস্কারের মধ্য দিয়ে নতুনভাবে বিচার বিভাগ যাত্রা শুরু করেছে।