চট্টগ্রামে চিন্ময়সহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৬৪ জনের নামে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ মামলায় অন্তত ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর ছিদ্দিকের আদালতে এনামুল হক নামের এক ব্যবসায়ী বাদী হয়ে এ মামলার আবেদন করেন। আদালত মামলাটি গ্রহণ করে আদেশের অপেক্ষায় রেখেছেন।

বিষয়টি নিশ্চত করে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুল আলম জানান, আদালত মামলার আবেদন শোনার পর তা মামলা হিসেবে গ্রহণ করেছেন। মামলাটি আদেশের অপেক্ষায় রাখা হয়েছে।

বিজ্ঞাপন

মামলার বাদী এনামুল হক বলেন, গত ২৬ নভেম্বর ব্যক্তিগত কাজে আদালত প্রাঙ্গণে আসি। এ সময় পুলিশের সাথে ইসকন ও চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষের সময় ইসকনের অনুসারীরা ‘মোল্লা মোল্লা’ বলে হত্যার উদ্দেশ্যে আমাকে আঘাত করে। এ ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে চিন্ময়কে প্রধান আসামি করা হয়েছে। এতদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মামলা করতে বিলম্ব হয়েছে।