দি সিলেট চেম্বারের কমিটি বাতিলে ৪ দিনের আল্টিমেটাম
-
-
|
![ছবি: সংগৃহীত](https://imaginary.barta24.com/resize?width=1280&quality=75&type=webp&path=uploads/news/2024/Dec/08/1733667422171.jpg)
ছবি: সংগৃহীত
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ২০২৪-২৫ সালের পরিচালনা কমিটি বিলুপ্ত করে নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করতে ৪ দিনের আল্টিমেটাম প্রদান করেছেন সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা।
তারা অবিলম্বে দায়িত্বরতদের পদত্যাগ করে সিলেট চেম্বারে প্রশাসক নিয়োগ করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি বৈধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে ব্যবসায়ীদের প্রাণের দাবি বাস্তবায়নের আহবান জানান। অন্যথায় আগামী বৃহস্পতিবার সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি প্রদান করেন।
রোববার (৮ডিসেম্বর) সিলেট নগরীর জেলরোডস্থ সিলেট চেম্বার সংলগ্ন সড়কে নগরীর সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে ব্যবসায়ী নেতৃবৃন্দ এসব প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
সিলেট চেম্বারের সাবেক পরিচালক আমিরুজ্জামান চৌধুরী দুলুর সভাপতিত্বে এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এ অঞ্চলের ব্যবসায়ীদের একটি আশা-আকাঙ্খার প্রতীক এবং অভিভাবক সংগঠন। সিলেটের সাধারণ ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী এই সংগঠনকে তারা নিজেদের ভরসার একটি কেন্দ্রবিন্দু বলে ভাবতেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে একটি মহল অবৈধ ও অগণতান্ত্রিকভাবে সিলেট চেম্বারের ক্ষমতা কুক্ষিগত করে এই প্রতিষ্ঠানের মান-মর্যাদা ক্ষুন্ন করে যাচ্ছেন। বারবার রাজপথে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা অবৈধভাবে ক্ষমতা আকঁড়ে ধরে থাকাদের পদত্যাগের দাবি জানানো হলেও তারা নির্লজ্জভাবে ক্ষমতা দখল করে লুকোচুরি খেলায় মেতে ওঠেছেন।
বক্তারা ছাত্র-জনতার আন্দোলনকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, চেম্বারের অবৈধ সদস্যরা ক্ষমতার লোভে অন্ধ হয়ে আছেন। নির্লজ্জভাবে তারা চেম্বারকে বিতর্কিত করে তুলছেন। তারা উত্থান দেখেছেন পতন দেখেন নি। তারা বলেন চেম্বার যেখানে সাধারণ ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থাকার কথা সেখানে উল্টো তারা ব্যবসায়ীদের কল্যাণে কাজ না করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত রয়েছেন। ব্যবসায়ীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। সাধারণ ব্যবসায়ীদের প্রশ্ন তাদের খুটির জোঁর কোথায়? তারা কিভাবে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের অবহেলা এবং তাদের দাবি উপেক্ষা করে নির্লজ্জভাবে বসে আছেন। তারা জনতার জোয়ার দেখেন নি। পৃথিবীতে কোনো স্বৈরতন্ত্র জনতার কাছে টিকে থাকতে পারেনি। তারাও পারবে না। সিলেটের ব্যবসায়ীরা ধৈর্য্যরে সাথে তাদের ন্যায্য দাবির পক্ষে কথা বলছেন। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। অন্যথায় বিষয়টির দফারফা করা এক মিনেটেরও ব্যাপার নয়।
বক্তারা আরও বলেন, ইতোমধ্যে ৫জন পরিচালক অবৈধ এ কমিটি থেকে পদত্যাগ করেছেন কিন্তু অন্যান্য ‘লোভী’ পরিচালকরা সাধারণ ব্যবসায়ীদের নিয়ে লুকোচুরির আশ্রয় নিয়েছেন। ব্যবসায়ীরা আগামী বৃহস্পতিবারের মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার জন্য ক্ষমতা দখলকারীদের প্রদত্ত আল্টিমেটাম পুনর্ব্যক্ত করেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, আল-হামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম, মধুবন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আলী আকিক, জালালাবাদ ভেজিটেবল ট্রেড সুপার মার্কেটের সভাপতি মোস্তাফিজুর রহমান, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না প্রমুখ।