বরগুনায় অবৈধ জাল জব্দ ও খুটা অপসারণ অভিযান

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে ১,২০০ টি খুটা অপসারণ ও ঘোপজাল জব্দ করা হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খুটা জাল অপসারণ অভিযান পরিচালনা করেছে বরগুনা পাথরঘাটা মৎস্য বিভাগ ও নৌ পুলিশ।

বিজ্ঞাপন

মৎস্য বিভাগ জানায়, দেশের মৎস্য সম্পদ রক্ষায় গত ১৫ দিনে ৮ টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে খুটা অপসারণের পাশাপাশি ২০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে এসব নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: হাসিবুল হক জানান, যে কোনো ধরণের অবৈধ জাল ও ট্রলিং ট্রলারে নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

এদিকে সচেতন মহল বলছেন, বনের গাছ কেটে এসব খুটা তৈরি করায় বনের ঘনত্ব কমছে। বনবিভাগের উদাসীনতার পাশাপাশি অনৈতিকভাবে ম্যানেজ হওয়ার কথাও জানান তারা।