রাজধানীতে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত/ছবি: সংগৃহীত

বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত/ছবি: সংগৃহীত

রাজধানীর মধ্য বাড্ডায় বাসের ধাক্কায় মো আবুল হোসেন (৪৬) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি গুলশান এলাকায় একটি বাসার সিকিউরিটি গার্ডের চাকরি করতেন।

রোববার(৮ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহত আবুল হোসেনের মেয়ে সাথী আক্তার বলেন, “আমার বাবা গুলশান এলাকায় একটি বাসায় সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। রাতে মধ্য বাড্ডা থেকে বাইসাইকেল চালিয়ে লিংক রোড যাওয়ার সময় পেছন থেকে ইউনিক পরিবহনের একটি বাস ধাক্কা দিলে আমার বাবা গুরুতর আহত হয়। পরে আমরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় আমার বাবাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান যে আমার বাবা আর বেঁচে নেই।”

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন, হাসপাতালের জরুরী বিভাগে মরদেহ রাখা হয়েছে আমরা বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানিয়েছে।

বিজ্ঞাপন