বগুড়ায় হত্যা মামলায় আ'লীগ নেতা গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম,বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিন

আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিন

বগুড়ায় তিন হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার দাড়িয়াল এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

আলিম উদ্দিন বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং নুনগোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোস্তাফিজ হাসান এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আলিম উদ্দিন আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা দায়ের হয়। গত কয়েকদিন তিনি বাড়িতে আসেন। এমন তথ্য পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।