কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশকে মারধরের ঘটনায় ২ নারী গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশকে মারধরের ঘটনায় ২ নারী গ্রেফতার

কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশকে মারধরের ঘটনায় ২ নারী গ্রেফতার

কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশন সংলগ্নে দায়িত্বরত অবস্থায় নাজমুল হোসেন নামে এক ট্রাফিক পুলিশের সদস্যকে মারধর করায় দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া শহর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশন মোড়ে ওই পুলিশ সদস্যকে দুই নারী চড়-থাপ্পড় মারেন।

বিজ্ঞাপন

পুলিশ সদস্যকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ আলোচনা-সমালোচনা শুরু হয়।

গ্রেফতারকৃতরা হলো- কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী সোহনা ইসলাম ও হাউজিং বি ব্লক এলাকার রিপন হোসেনের স্ত্রী শান্তা খাতুন।

বিজ্ঞাপন

কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান শিহাব বলেন, ট্রেনের সিগন্যাল পড়েছিল। তবে ওই দুই নারী সিগন্যাল উপেক্ষা করে জোরপূর্বক যাওয়ার চেষ্টা করলে সেখানে ট্রাফিক পুলিশ তাদের বাধা দিলে বাকবিতণ্ডা হয়। ওই দুই নারী পুলিশ সদস্যকে চড়-থাপ্পড় মারেন। এ ঘটনায় মামলা হলে তাদের দু’জনকে কুষ্টিয়া শহর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ব্যাপারে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, ট্রাফিক পুলিশ সদস্যকে ধাক্কা দেয় এবং জুতা দিয়ে পেটায় দুই নারী। এরপর স্থানীয়রা এসে উভয়কে সরিয়ে দেয়। এ ঘটনায় থানায় মামলা হলে তাদের গ্রেফতার করা হয়েছে। এখন তাদের দু’জনকে থানায় রাখা হয়েছে।