ফেনীতে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্স অভিযান, ৩৫ ড্রেজার জব্দ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফেনী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

ফেনীর পরশুরাম উপজেলায় মুহুরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে টাস্কফোর্স। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ৩৫টি ড্রেজার মেশিন ও বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) দিনভর ভারত সীমান্তবর্তী মুহুরী নদীর বাউরমুখা ও কাউতলী মৌজার এক কিলোমিটার এলাকাজুড়ে এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর ১২টা থেকে পরশুরাম উপজেলার বাউরখুমা এলাকায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ৩৫টি মেশিন ও বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

অভিযানে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের নেতৃত্বে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন, পরশুরাম মডেল থানা পুলিশ ও বিজিবি সদস্যরা অংশ নেন।

বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তবর্তী নদী হতে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।