বাধ্যতামূলক অবসরে পরিকল্পনা কমিশনের সদস্য সোলেমান খান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পরিকল্পনা কমিশনের সদস্য সোলেমান খানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) তাকে বাধ্যতামূলক অবসর দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিগত আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে শিক্ষাসচিব ছিলেন সোলেমান খান । বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। পরিকল্পনা কমিশনের সদস্যের পদটি সচিব পদমর্যাদার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সোলেমান খানের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করে। তাই 'সরকারি চাকরি আইন, ২০১৮' এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হল। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।

বিজ্ঞাপন

সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী সরকার যে কাউকে কারণ দর্শানোর ছাড়াই চাকরি থেকে অবসরে পাঠাতে পারে। তবে তার আগে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হয়।

এর আগেও অন্তর্বর্তী সরকার আরও কয়েকজন সচিবকে বাধ্যতামুলক অবসরে পাঠিয়েছে।