কলকাতায় ডিএনএ নমুনা দিলেন আনারকন্যা ডরিন
ভারতের কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারের খণ্ড-বিখণ্ড মরদেহের অংশ শনাক্তকরণের জন্য ডিএনএ নমুনা দিয়েছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। নভেম্বর মাসের শেষ দিকে কলকাতায় নমুনা জমা দেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন আনারকন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। তিনি জানান, সম্প্রতি তিনি কলকাতায় এসে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে (সিএফএসএল) ডিএনএ নমুনা জমা দিয়েছেন।
পশ্চিমবঙ্গের গোয়েন্দা সিআইডি সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া দেহাংশ যে আনারেরই, তা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা জরুরি। তাই মেয়ের ডিএনএ নমুনা নেওয়া হয়েছে।
এই নমুনা আগেই নেওয়ার কথা ছিলো। কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলন এবং উত্তাল পরিস্থিতির জন্য তার পরিবারের সদস্যরা ভারতে আসতে পারেননি। অবশেষে নভেম্বরের শেষদিকে ডরিন এসে নমুনা দেন। সেই নমুনা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
ডিএনএ নমুনা এবং দেহাংশ মিলে গেলে অপরাধের জোরালো প্রমাণ হাতে আসবে বলে তদন্তকারীরা জানিয়েছেন।
সিআইডি জানিয়েছে, গত ১২ মে চিকিৎসা করাতে কলকাতায় এসেছিলেন ঝিনাইদহের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম। ১৩ মে চিকিৎসা করাতে যাওয়ার নাম করে বরাহনগরের আত্মীয়ের বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন তিনি।