বাল্যবিয়ে প্রতিরোধে ফরিদপুরে গণস্বাক্ষর ও মানববন্ধন
‘বাল্য বিবাহকে না বলি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে ফরিদপুরে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস (ব্লাস্ট) এর উদ্যোগ গণস্বাক্ষর ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাব চত্ত্বরে প্রথমে গণস্বাক্ষর ও পরে প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে দাবির সমর্থনে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর শাখার সভাপতি শিপ্রা রায়, ব্লাস্ট ফরিদপুরের সম্বয়কারী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, ব্লাস্টের কর্মকর্তা অর্চনা দাস, এসো জাতি গড়ি’র নির্বাহী পরিচালক নাজমা আক্তার, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা, নন্দিতা সুরক্ষার তাহিয়াতুল জান্নাত প্রমুখ।
বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি মারাত্মক সামাজিক ব্যাধি। এ ব্যাপারে পরিবার, সমাজপতি, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের বেশি সচেতন ও সতর্ক থাকতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া বাল্য বিবাহের অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাবে না।
বক্তারা আরও বলেন, বাল্য বিবাহের কারণে অনেক সংসার অশান্তি সৃষ্টি হয়। সমাজে অপরাধ প্রবণতা বাড়ে। আর তাই বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। বাল্য বিবাহ প্রতিরোধে গণস্বাক্ষর কার্যক্রমে ফরিদপুরের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।