নির্বাচন অফিসের পেছন থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিস সংলগ্ন আম বাগান থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি রইস উদ্দীন জানান, বিকেলে জেলা নির্বাচন অফিসের পেছনে একটি আম বাগানে দুটি ককটেল দেখতে পান স্থানীয়রা। পরে তাদের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি উদ্ধার করা হয়। কে বা কারা কি উদ্দেশ্য ককটেলগুলো রেখেছিল তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

বিজ্ঞাপন

ওসি বলেন, ককটেল উদ্ধারের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।