দোকানের সাইনবোর্ড টানানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮
সিলেটের বিশ্বনাথে একটি দোকানের সাইনবোর্ড টানানোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (১১ ডিসেম্বর) উপজেলার অলংকারী ইউনিয়নের পনাউল্লাহ বাজারে এ ঘটনা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
খবর পেয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়াসহ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ২টার দিকে পনাউল্লাহ বাজারে বড়খুরমা গ্রামের মৃত আছলম আলীর ছেলে তুরন মিয়ার দোকানে একটি কোম্পানীর সাইনবোর্ড টানানো হয়। এই সাইনবোর্ড টানানোকে কেন্দ্র করে বড়খুরমা গ্রামের মৃত রাশিদ আলীর ছেলে আব্দুল মছব্বির তার সহযোগী আওয়ামী লীগ নেতা রুকন মিয়াজি ও যুবলীগ কর্মী রেহানসহ ২০ থেকে ২৫ জন লোক নিয়ে তুরন মিয়ার চাচাতো ভাই সফিক মিয়ার দোকানে অতর্কিত হামলা চালায়। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে ৭-৮ জন আহত হন।
তুরন মিয়া পক্ষের আহতরা হলেন, মুহিন মিয়া (৪৫), মানিক মিয়া (৪৫), আদনান আহমদ (২৫), মিছিল খা (২৫)। আব্দুল মছব্বির পক্ষের আহতরা হলেন- লিমন আহমদ (১৬), রেদোয়ান আহমদ (১৯), শিপন মিয়া (২০), রায়হান আহমদ (১৬)।
এছাড়াও আহত হয়েছেন আরও কয়েকজন তাদের পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া বলেন, দোকান নিয়ে একটি মামলা রয়েছে। এ দোকান নিয়ে উত্তেজনা হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।