রাজাপুরের মনোহরপুরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝালকাঠি
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরের মনোহরপুরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়েগেছে। পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।

বুধবার (১১ ডিসেম্বর) রাতে মনোহরপুর এলাকার হাওলাদার বাড়ি এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।অগ্নিকাণ্ডে মৃত মকবুল হাওলাদারের ছেলে দিনমজুর মোঃ ইদ্রিস হাওলাদারের বসতঘর পুড়ে ছাই হয়েগেছে।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে পাম্প দিয়ে পুকুর সেচ করার সময় বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সব জায়গাতে। পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে রাজাপুর ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘরটি পুড়ে যাওয়ার পরিবারটি একেবারে নিঃস্ব গেছে। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আঃ খালেক জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে৷ জানাযাবে।

বিজ্ঞাপন