দুম্বার মাংস পেল রাজশাহীর ২০ এতিমখানা
সৌদি সরকারের উপহারের দুম্বার মাংস রাজশাহীর পবা উপজেলার ২০টি এতিমখানা ও মাদরাসার লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসন এ কার্যক্রম সম্পন্ন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেন এতিমখানার প্রতিনিধিদের হাতে ২২ কার্টুন মাংস তুলে দেন। প্রতিটি কার্টনে ২০ কেজি করে মাংস ছিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাঈদ আলী মোর্শেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
দূর্গা পারিলা এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার সুপার মাওলানা সামসুল ইসলাম বলেন, আমাদের এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের জন্য এই মাংস অনেক প্রয়োজনীয়। এতদিন শুনতাম, এসব উপহারের মাংস প্রকৃত অধিকারীদের হাতে না গিয়ে বিভিন্ন প্রভাবশালীদের মধ্যে বণ্টিত হতো। কিন্তু এবার প্রশাসন সত্যিকারের হকদারদের হাতে মাংস তুলে দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। এর জন্য আমরা উপজেলা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞ।
অনুষ্ঠান শেষে পবার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেন বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো এই দুম্বার মাংসের একমাত্র অধিকারী দুস্থ ও এতিমরা। তাদের মধ্যেই এই মাংস বিতরণ করা হয়েছে। এই মাংস তাদের জন্য উপকারী হবে এবং ভবিষ্যতেও আমরা এ ধরনের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করব। এ উদ্যোগের মাধ্যমে আমরা দেখাতে চেয়েছি, সরকারি অনুদান বা উপহার প্রকৃত প্রয়োজনকারীদের মধ্যেই পৌঁছানো সম্ভব।