গাজীপুরে বোতাম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

গাজীপুরের শ্রীপুরে এম ইউ ক্রিমস লিমিটেড নামে একটি বোতাম তৈরি কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে শ্রীপুর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট ইতিমধ্যে তৎপরতা চালাচ্ছেন। 

রোববার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে জেলার শ্রীপুর উপজেলাধীন ভাংনাহাটি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, রোববার দুপুর দেড়টার দিকে ভাংনাহাটি এলাকায় বোতাম তৈরির ওই কারখানায় হঠাৎ বয়লার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে সেখান থেকে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। এসময় কারখানার শ্রমিকরা চিৎকারে চেচামেচি শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। ততোক্ষণে আগুনের ভয়াবহতা চারপাশে ছড়িয়ে গেলে পার্শ্ববর্তী জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে তৎপরতা চালিয়ে যাচ্ছে। 

গাজীপুর জেলা ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, অগ্নিকাণ্ড ভয়াবহ আকার ধারণ করেছে। ইতিমধ্যে আমাদের ৫টি ইউনিট কাজ করছে। আরও ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

বিজ্ঞাপন