শতাধিক থানা-উপজেলায় জাতীয় নাগরিক কমিটি গঠন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শতাধিক থানা-উপজেলায় জাতীয় নাগরিক কমিটি গঠন

শতাধিক থানা-উপজেলায় জাতীয় নাগরিক কমিটি গঠন

সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে দেশের শতাধিক থানা প্রতিনিধি কমিটি গঠন সম্পন্ন করেছে জাতীয় নাগরিক কমিটি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জাতীয় নাগরিক কমিটির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

জাতীয় নাগরিক কমিটির সহকারী মুখপাত্র মোহাম্মদ মিরাজ মিয়া এই ফেসবুক পোস্টে বলেন, ইতোমধ্যে আমাদের এক শতাধিক থানা প্রতিনিধি কমিটি সম্পন্ন হয়েছে। আরও অনেকগুলো কমিটি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। আশাকরি খুব দ্রুতই সেগুলো সম্পন্ন করতে পারবো। খুবই স্বল্প সময়ের মধ্যে আমাদের প্রতি এই বিশাল সংখ্যক নাগরিকদের আস্থা অর্জন সম্ভব হয়েছে কেবল আপনাদের দোয়া, পরামর্শ ও ভালোবাসায়। আমরা দেশ-বিদেশ থেকে এতো বেশি সাড়া পাচ্ছি যা আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণে অনেক বেশি অনুপ্রাণিত করছে। আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের, বাংলাদেশ নামক রাষ্ট্র হবে এদেশের আপামর জনগণের।

তিনি বলেন, ২৪ পরবর্তী তরুণদের সফলতা ও ব্যর্থতার ওপর এদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভরশীল হয়ে পড়েছে। তাই কমিটি গঠন প্রক্রিয়ায় আমরা খুবই সতর্কতা অবলম্বন করার চেষ্টা করছি। তাসত্ত্বেও যদি কোন অনভিপ্রেত ভুল কিংবা অপ্রাসঙ্গিক কিছু নজরে আসে আমরা সেগুলো সযত্নে আমলে নেওয়ার চেষ্টা করছি। আমরা আপনাদের আলোচনা, গঠনমূলক সমালোচনা এবং পরামর্শ আন্তরিকতার সাথেই নিচ্ছি। আমরা শিক্ষক, ডাক্তার, আলেম সমাজ, প্রকৌশলী, আইনজীবী, কৃষিবিদ, সাংস্কৃতিক গোষ্ঠী ইত্যাদি পেশাজীবি দেশপ্রেমিক নাগরিকদেরকেও অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি।

বিজ্ঞাপন

জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখনো যারা আমাদের সাথে যুক্ত হতে পারেননি, তাদের জন্য জেলাভিত্তিক আমাদের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হল। প্রবাসীরাও এ কমিটিতে যুক্ত হতে পারবেন বলে ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়।