নামাজ পড়ে ফেরার পথে গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোঃ নওশের আলী খান (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) ভোরে জেলা সদরের মাগুরা-যশোর সড়কে কাটাখালি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নওশের আলী পৌর এলাকার সিতারামপুর গ্রামের মোঃ ইমারত আলী খান এর ছেলে। পেশায় সে একজন মুদি ব্যবসায়ী ছিলেন।
নিহতের ছেলে শাকিল আহমেদ বলেন, বাবা ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে কাটাখালী বাজারে নিজের দোকান খুলতে যাচ্ছিল। পথে বাজারের কাছে অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, ভোরে দুর্ঘটনাটি ঘটায় ঠিক কি গাড়িতে চাপা দিয়েছে কেউ দেখতে পায়নি। মরদেহ হাসপাতালের অস্থায়ী লাশ ঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।