তিস্তার পানি সমস্যা সমাধানে করা হবে গণশুনানি: আসিফ মাহমুদ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

তিস্তা নদীতে পানি সমস্যা সমাধানে কাজ করছে অন্তর্বর্তী সরকার বলে জানিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তিস্তার দীর্ঘমেয়াদি সমাধান কিভাবে হতে পারে তার জন্য গণশুনানির আয়োজন করা হবে।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে নীলফামারীর জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

আসিফ মাহমুদ বলেন, শুষ্ক মৌসুমে পানির অভাব এবং বর্ষা মৌসুমে তলিয়ে যাওয়া উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যা নিরসনে একটা সুখবর দেই। আমাদের পানি সম্পদ উপদেষ্টা এবং আমরা সবাই মিলে আগামী বছরের শুরু দিকে উত্তরবঙ্গে আসবো। তিস্তার পানির দীর্ঘদিনের সমস্যার সমাধান কিভাবে হতে পারে তার জন্য গণশুনানি হবে। আমরা উত্তরবঙ্গের মানুষের কথা শুনবো, তার প্রেক্ষিতে বৃহৎ পরিসরে একটা পরিকল্পনা গ্রহণ করা হবে। আমি আশাবাদী আপনাদের দীর্ঘদিনের সমস্যার একটা সমাধান হবে।

তিনি বলেন, এবার বিপিএল আয়োজন করা হচ্ছে ঢাকার পাশাপাশি সিলেট ও চট্রগ্রামে। উত্তরবঙ্গের বগুড়ায় একটা আন্তর্জাতিকমানের স্টেডিয়াম ছিল কিন্তু সংস্কার কার্যক্রমসহ নানা জটিলতার কারণে সেটি এখন ব্যবহার উপযোগী নয়। সেটি অতিদ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে এবং আগামী বছর থেকে এই স্টেডিয়াম তালিকায় যুক্ত হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে এলাকাভিত্তিক বৈষম্য আর থাকবে না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে চলমান প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো আমরা লক্ষ্য করেছি যে নিদিষ্ট কিছু অঞ্চলের জন্য অতিরিক্ত মাত্রায় বরাদ্দ দেয়া হয়েছে। কিছু অঞ্চল বৈষম্যর স্বীকার হয়েছে। আমরা সেগুলোকে পূর্নবন্ঠন করছি। এবং উন্নয়ন যেন সারাবাংলাদেশে শুসম ভাবে ছড়িয়ে দেওয়া যায় এজন্য যে অঞ্চলগুলো বৈষম্যের স্বীকার হয়েছে। এ বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। খুব দ্রুতই আপনার দৃশ্যমান পরিবর্তন দেখতে পারবেন।