পীরগাছায় যৌথবাহিনীর অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রংপুরের পীরগাছা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় উপজেলার অনন্তরাম বড়বাড়ি এলাকায় তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

মিলন অনন্তরাম বড়বাড়ির এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে মো.আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

জানা গেছে, দীর্ঘদিন থেকে পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। প্রভাবশালী আওয়ামী লীগ নেতা হিসবেও তার ব্যাপক পরিচিতি। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর কিছুদিন আড়ালে রেখেছিলেন নিজেকে।

বিজ্ঞাপন

পরে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে যৌথবাহিনী। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।