সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা সাময়িক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ নিয়ে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত চলমান থাকার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রবেশাধিকারের বিষয়ে বিধি নিষেধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি সাময়িক। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এর আগে আজ সকালে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সচিবালয়ে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তাজনিত কারণে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‌ 

বিজ্ঞাপন