হাজার কোটি টাকার দুর্নীতি চাপা দিতে সচিবালয়ে আগুন: রিজভী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিগত স্বৈরাচার সরকারের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ও পাচারের গল্প চাপা দিতে সচিবালয়ে অগ্নিসংযোগ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপুনিয়া এলাকায় নিহত ফায়ারকর্মী সোয়ানুর রহমান নয়নের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচার সরকার মানুষের টাকা যেভাবে আত্মসাৎ করেছে তা ভাষায় বর্ণনা করা যাবে না। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও তাদের নামে মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৫০ মিলিয়ন ডলার পাচারের ঘটনা সেদেশের গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। এটাতো একটিমাত্র ঘটনা। আরও এরকম অনেক ঘটনা আছে সেগুলো চাপা দেওয়ার জন্য নয়তলা ভবনে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে।

সচিবালয়ে আগুনের ঘটনাকে ষড়যন্ত্র ও চক্রান্ত বলে উল্লেখ করে তিনি বলেন, নয়তলা ভবনের চার-পাঁচটা মিনিস্ট্রির ফাইল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। এটা তাদের গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ। হাজার কোটি টাকার দুর্নীতি ও পাচারের গল্প যাতে প্রকাশ না হয় এজন্যই এই ষড়যন্ত্র করা হয়েছে।

বিজ্ঞাপন

রুহুল কবির রিজভী বলেন, পরাজিত স্বৈরাচারের দোসররা এখনো অনেক জায়গায় আছে। আমলাতন্ত্র, পুলিশসহ সরকারের বিভিন্ন জায়গায় তারা আছে, সবাইতো এখনো পরিবর্তন হয়নি। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় তারা ঘাপটি মেরে আছে। কোথায় কি ধরনের নাশকতা ও চক্রান্ত হচ্ছে তার কোন ঠিক নেই। শেখ হাসিনা সরকারের একজন মুখ্য সচিব অনেক টাকা পাচার করেছে। যে ফাইলগুলো পুড়ে গেছে। এ আগুনে অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে।

বিএনপির জ্যেষ্ঠ নেতা রিজভী বলেন, দ্বিতীয় মুক্তিযুদ্ধে আবু সাঈদের আত্মদানের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। এদিকে দেশকে বাঁচাতে জীবন দিয়েছে সোয়ানুর রহমান। দুজনেই রংপুরের ছেলে।