গাইবান্ধায় কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

মোটরসাইকেল আরোহীর মৃত্যু/ছবি: সংগৃহীত

মোটরসাইকেল আরোহীর মৃত্যু/ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের পান্থপাড়া দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

৪০ বছর বয়সী নিহত ওই ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৪০)। নিহত আনোয়ার হোসেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রহাটা গ্রামের আলকাদ উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

দুর্ঘটনা এবং নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।

স্থানীয়দের বরাতে ওসি জানান, আনোয়ার হোসেন ঢাকা-রংপুর মহাসড়কের পান্থপাড়া এলাকায় তার মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।