জঙ্গি ও হত্যা মামলার আসামিসহ ৭ জনকে ফেরত দিল ভারত

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

জঙ্গি ও হত্যা মামলার আসামিসহ ৭ জনকে ফেরত দিল ভারত

জঙ্গি ও হত্যা মামলার আসামিসহ ৭ জনকে ফেরত দিল ভারত

অবৈধ ৬ অনুপ্রবেশকারীসহ ভারতে পলাতক হত্যা মামলার আসামি জঙ্গি রহমতউল্লাহকে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

বিজ্ঞাপন

জঙ্গি রহমতউল্লাহ নারায়ণগঞ্জ বন্দর থানার ফরাজকান্দি গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে।

বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, ২০১২ সালের ২ এপ্রিল ডিএমপির দারুস সালাম থানায় ও ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশাল থানায় সন্ত্রাস বিরোধী মামলায় যে সব আসামি ছিলেন তাদের একজন জঙ্গি রহমতউল্লাহ। জঙ্গি ছিনতাইয়ে পুলিশ হত্যার ঘটনার পর তিনি পালিয়ে ভারতে অবস্থান নিয়েছিলেন। পরে সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতারের পর কারাগারে ছিল।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসন্ধানে বাংলাদেশ সরকার জঙ্গি রহমতউল্লাহ ভারতে আটক বিষয়টি নিশ্চিত হয়। পরে দুই দেশের সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে তাকে ফেরত আনা হয়। জঙ্গি রহমতউল্লাহকে সংশিষ্ট থানা পুলিশে সোপর্দ করা হবে।

এছাড়া মাছ শিকারের সময় ভারত সীমান্তে ঢুকে পড়ায় ৫ জেলে ও কাজের সন্ধানে গিয়ে আটক এক নারীকে এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হবে জানান ওসি।