‘প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া কূটনীতিকরা শাস্তির আওতায় আসছেন’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল

জুলাই-আগস্টের বিপ্লবে প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া কূটনীতিকদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।

শনিবার (২৮ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে আসা প্রবাসীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

আসিফ নজরুল বলেন, যেসব কূটনীতিকরা জুলাই-আগস্টের বিপ্লবে প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তাদের শাস্তির আওতায় আনা হবে।

জেলমুক্ত প্রবাসীদের পুনর্বাসনে সহায়তার জন্য বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) কাজ করবে বলেও জানান উপদেষ্টা।

বিজ্ঞাপন