কৃষি জমি
ফটিকছড়িতে টপ সয়েল কাটায় ছয় মাসের কারাদণ্ড
চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষি জমির উপরি স্তর (টপ সয়েল) কাটার অপরাধে মোবাইল কোর্ট এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টায় উপজেলার মোহাম্মদ তকিরহাট এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন।
অভিযানে মো. রাব্বি (৩৩) নামের এক ব্যক্তিকে টপ সয়েল কাটার সময় হাতেনাতে আটক করা হয়। তিনি মৃত কামরুজ্জামান কামালের পুত্র।
জাহানপুর এলাকার আবু আহমদের মালিকানাধীন ২০ শতক কৃষি জমি থেকে এক্সকেভেটরের মাধ্যমে ২০-২৫ ফুট গভীর করে মাটি কাটার প্রমাণ পাওয়া যায়। ঘটনাস্থলে ২০০ ঘনফুট ধারণক্ষমতা সম্পন্ন ৩টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।
অভিযুক্ত ব্যক্তি আদালতে অপরাধ স্বীকার করলে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারা অনুযায়ী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১ মাস কারাভোগ করতে হবে।
পরে জব্দকৃত ড্রাম ট্রাকগুলো নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন এসিল্যান্ড মো. মেজবাহ উদ্দিন। তিনি জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানান।