সাবেক রেলমন্ত্রী সুজনসহ যাদের বিরুদ্ধে মামলা করবে দুদক
অত্যাধুনিক রেলস্টেশন নির্মাণে ১৪২ কোটি টাকা সরকারি অর্থ তছরুপের অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। বেশ কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধান করবে তারা।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে এ তথ্য জানা গেছে।
এছাড়াও ঋণের নামে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠানসহ ৬ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
দুদক আরও জানায়, প্রায় ৯২ কোটি টাকা আত্মসাতের ঘটনায় ডাক বিভাগের সাবেক মহাপরিচালক শুধাংশ শেখর ভদ্রের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়াও বিএফআইইউ'র সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে প্রায় দুই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে দেশের বিভিন্নস্থানে হাজার কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে সরকারি অর্থ তছরুপের অনুসন্ধানে নেমেছে দুদক। আবার দেশজুড়ে মুজিবকিল্লা নির্মাণ ও উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকার তছরুপও অনুসন্ধান করবে দুদক।
এর আগে, রোববার (১ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয়া পঞ্চগড়ের যুবক আল আমিনকে হত্যার পর লাশ গুমের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।